জাটকা গেলো-এতিমখানায় অভিযানে জব্দ ৮ হাজার কেজি,চাঁদপুরের মতলব উত্তর-উপজেলার মোহনপুরে বিশেষ অভিযান চালিয়ে ৮ হাজার কেজি জাটকা জব্দ করেছে কোস্টগার্ড।

জাটকা গেলো এতিমখানায় অভিযানে জব্দ ৮ হাজার কেজি
মঙ্গলবার দুপুরে কোস্টগার্ড ঢাকা জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান।
গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোর ৫টায় বাংলাদেশ কোস্টগার্ড ঢাকা জোনের অধিনস্থ বিসিজি আউটপোস্ট মোহনপুর কর্তৃক সাব লেফটেন্যান্ট ফজলুল হকের নেতৃত্বে চাঁদপুর জেলার উত্তর মতলব থানাধীন বাহাদুরপুর ও বোড়চর সংলগ্ন মেঘনা নদীতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৫টি ইঞ্জিনচালিত বোট তল্লাশি করে আনুমানিক ৮ হাজার কেজি (২০০ মণ) জাটকা জব্দ করা হয়। অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা রাশেদুজ্জামান।

তিনি আরও বলেন, পরবর্তীতে মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে জব্দকৃত জাটকা স্থানীয় ৩৪টি এতিমখানা ও গরিব-দুস্থদের মাঝে বিতরণ করা হয়।

আরও পড়ুন:
1 thought on “জাটকা গেলো এতিমখানায় অভিযানে জব্দ ৮ হাজার কেজি”