ইউপি সদস্যসহ গ্রেফতার ৫ চাঁদপুরে

ইউপি সদস্যসহ গ্রেফতার ৫ চাঁদপুরে,চাঁদপুরের হাজীগঞ্জে নবম শ্রেণিতে পড়ুয়া কিশোরীকে ধর্ষণ ও অন্তঃসত্ত্বার অভিযোগে ইউপি মেম্বারসহ পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। উপজেলার ৮নং হাটিলা পূর্ব ইউনিয়নে এ ঘটনা ঘটে।

 

ইউপি সদস্যসহ গ্রেফতার ৫ চাঁদপুরে

 

ইউপি সদস্যসহ গ্রেফতার ৫ চাঁদপুরে

সোমবার বিকালে হাজীগঞ্জ থানার ওসি তদন্ত নজরুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় জড়িত আটককৃতদের গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলো–ধর্ষক মো. রায়হান, তার চাচাতো বোন হাজেরা বেগম (২৫), খালেদা আক্তার (২২), চাচাতো ভাই মো. হাবিবুর রহমান সর্দার (৩০) ও ইউপি সদস্য মো. রহমত উল্যাহ।

থানায় দেওয়া অভিযোগে বলা হয়েছে, ২১ মার্চ বিকালে ওই কিশোরীকে ঘরে নিয়ে বিয়ের প্রলোভন দেয় কিশোর রায়হান। পরে ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক তাকে ধর্ষণ করে। এছাড়া বিভিন্ন সময় ভয়ভীতি দেখিয়ে তাকে একাধিকবার ধর্ষণ করে। যার কারণে দেড় মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়ে কিশোরী। বিষয়টি পরিবারে লোকজন বুঝতে পেরে স্থানীয় ইউপি সদস্য রহমত উল্ল্যাহ্কে অবগত করে।

পরে ইউপি সদস্যসের নেতৃত্বে কয়েকজন মিলে ১ লাখ ২০ হাজার টাকা দিয়ে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করে। এ ঘটনায় কিশোরীর বাবা থানায় অভিযোগ দায়ের করেন।

google news
গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

ওসি তদন্ত নজরুল ইসলাম জানান, ধর্ষকের বয়স সন্দেহ হওয়ায় এখনও আদালতে পাঠানো হয়নি। বয়স নির্ধারণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। কিশোরীর মেডিক্যাল রিপোর্টের জন্য চাঁদপুর সদর হাসপাতালে পাঠানো হবে।

জানা গেছে,পাশাপাশি বাড়ি হওয়ায় ওই কিশোর কিশোরীকে ডেকে এনে একাধিকবার ধর্ষণ করে। এতে কিশোরী ২ মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। এ নিয়ে শুক্রবার রাতে ইউপি সদস্য রহমত উল্লাহ্ ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি কাইয়ুম বেপারীর নেতৃত্বে বাড়ির লোকজন মিলে সালিশি বৈঠক হয়। বৈঠকে ১ লাখ ২০ হাজার টাকার বিনিময়ে ঘটনাটি ধামাচাপা দেওয়ার সিদ্ধান্ত হয় এবং জোরপূর্বক স্ট্যাম্পে সই নেওয়ার অভিযোগ পাওয়া যায়। কিশোরীর পিতাকে আইনের আশ্রয় না নিতে সালিশি বৈঠকে ভয়ভীতি দেখানো হয়।

ধর্ষিতার স্বজনেরা জানান, ধর্ষণে শিকার ২ মাসের অন্তঃসত্ত্বা কিশোরী মাদ্রাসা পড়ুয়া ৯ম শ্রেণির ছাত্রী। অর্থের অভাবে মামলা চালানো তাদের জন্য অত্যন্ত কষ্টকর। মামলা করার জন্য মেম্বারসহ কেউ সহযোগিতা করেনি। তারা সবাই চেয়েছে বিষয়টি সমাধান হোক। এই সুযোগ নিয়ে প্রহসনের সালিশি বৈঠক করা হয়েছে।

ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি কাইয়্যুম বেপারী বলেন, ছেলে-মেয়ে উভয় অপ্রাপ্ত বয়সের এবং সম্পর্কে চাচা-ভাতিজি। আমি তাদের থানা বা কোর্টে যাওয়ার পরামর্শ দিয়েছি।

 

ইউপি সদস্যসহ গ্রেফতার ৫ চাঁদপুরে

 

১ thought on “ইউপি সদস্যসহ গ্রেফতার ৫ চাঁদপুরে”

Leave a Comment