চাঁদপুরে ন্যায্য মূল্যের চেয়ে অতিরিক্ত দামে ইলিশ বিক্রি করায় এক ইলিশ ব্যবসায়ীকে জরিমানা করেছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। গতকাল বুধবার দুপুরে দেশের অন্যতম বড় ইলিশের পাইকারি বাজার বড় স্টেশন মৎস্য অবতরণ কেন্দ্রে এই অভিযান চালানো হয়। অভিযানে অতিরিক্ত মুনাফায় ইলিশ বিক্রির অভিযোগে ঘাটের মাছ ব্যবসায়ী মো. রিপনকে এ জরিমানা করা হয়।
চাঁদপুরে ইলিশ ব্যবসায়ীকে জরিমানা
চাঁদপুর জেলা ভোক্তা অধিদফতরের সহকারী পরিচালক নুর হোসেন বলেন, ইলিশের দাম নিয়ন্ত্রণে রাখতে আমরা বাজার মনিটরিং এ আসি। এসময় আমি ক্রেতা সেজে এক ব্যবসায়ীর কাছে মাছের দাম জানতে চাই। এসময় তিনি আমার কাছে দাম চায় ১৫০০ টাকা। পরে তার কাগজ চেক করে দেখি তিনি কিনেছেন ১০০০ টাকা দরে। ক্রেতাদের কাছে এমন অস্বাভাবিক দামে মাছ বিক্রি করা অন্যায়। তাই তাকে অর্থদ- দিয়েছি। তাছাড়া অন্যান্য ব্যবসায়ীদেরকেও পর্যবেক্ষণ করার পাশাপাশি সতর্ক করা হয়েছে। আগামীতেও এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

এদিকে ইলিশের দাম নিয়ন্ত্রণে এমন অভিযানের সাধুবাদ জানিয়েছেন মৎস্য ব্যবসায়ী নেতারা। জেলা মৎস্য বণিক সমবায় সমিতির সভাপতি আব্দুল বারী জমাদার মানিক বলেন, আমরাও চাই ইলিশের দাম নিয়ন্ত্রণে থাকুক। একজন ব্যবসায়ীর অনিয়ম পাওয়ায় তাকে জরিমানা করা হয়েছে। এটাকে আমরা সাধুবাদ জানাই। ভোক্তা অধিদফতর কর্তৃপক্ষের নিয়মিত বাজার মনিটরিং থাকলে সকলের মাঝে স্বচ্ছতা থাকবে।

উল্লেখ্য, ভারতে ইলিশ রফতানি ঘোষণার পর থেকে কেজিতে ১০০-১৫০ টাকা বেড়েছে ইলিশের দাম। বর্তমানে ১ কেজি ওজনের স্থানীয় পদ্মা মেঘনার ইলিশ বিক্রি হচ্ছে ১৮০০-১৮৫০ টাকায়। ৭শ’-৯শ’ গ্রাম ওজনের ইলিশ ১৪০০-১৬৫০ টাকা দরে। দক্ষিণাঞ্চল থেকে সরবরাহকৃত মাছ কেজিতে ২০০-৩০০ টাকা কমে বিক্রি হচ্ছে।
আরও পড়ুন: