দেড় হাজার কেজি পাঙাশ এতিম ও দুস্থরা পেল

দেড় হাজার কেজি পাঙাশ এতিম ও দুস্থরা পেল,চাঁদপুরে দেড় হাজার কেজি পাঙাস মাছের-পোনা জব্দ করেছে কোস্টগার্ড।

 

দেড় হাজার কেজি পাঙাশ এতিম ও দুস্থরা পেল

 

দেড় হাজার কেজি পাঙাশ এতিম ও দুস্থরা পেল

সোমবার দুপুরে কোস্টগার্ড ঢাকা জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রহমান এ তথ্য জানান।

গোপন সংবাদের ভিত্তিতে আজ সকাল সাড়ে ৭টায় চাঁদপুর কোস্টগার্ড স্টেশনের লেফটেন্যান্ট মাশহাদ উদ্দিন নাহিয়ানের নেতৃত্বে চাঁদপুর সদর-উপজেলার মিনি-কক্সবাজার এলাকার মেঘনা নদীতে অভিযান চালিয়ে ৩টি পাঙাশ পোনা নিধনের চালনিসহ ১ হাজার ৫০০ কেজি পাঙাশের পোনা জব্দ করা হয়।

google news
গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

তিনি জানান,পরে মৎস্য কর্মকর্তাদের উপস্থিতিতে জব্দকৃত পাঙাশের পোনা স্থানীয় এতিমখানা ও গরিব-দুস্থদের মাঝে বিতরণ করা হয় এবং চালনি আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

 

দেড় হাজার কেজি পাঙাশ এতিম ও দুস্থরা পেল

 

আরও পড়ুন:

1 thought on “দেড় হাজার কেজি পাঙাশ এতিম ও দুস্থরা পেল”

Leave a Comment