চাঁদপুর জেলার কৃষি

আমাদের আজকের আলোচনার বিষয় চাঁদপুর জেলার কৃষি. চাঁদপুর-জেলা বাংলাদেশের ৮টি বিভাগের মধ্যে চট্টগ্রাম বিভাগের অন্তর্গত ।

চাঁদপুর জেলা সর্ম্পকে কিছু তথ্যঃ-

বাংলাদেশের দক্ষিণ-পূর্বাংশে ২৩°০০´ থেকে ২৩°৩০´ উত্তর অক্ষাংশ এবং ৯০°৩২´ থেকে ৯১°০২´ পূর্ব দ্রাঘিমাংশ জুড়ে চাঁদপুর-জেলার অবস্থান। রাজধানী ঢাকা থেকে এ জেলার দূরত্ব প্রায় ৯৬ কিলোমিটার এবং চট্টগ্রাম বিভাগীয় সদর থেকে প্রায় ২০৮ কিলোমিটার। এ জেলার উত্তরে কুমিল্লা জেলা, মেঘনা নদী ও মুন্সীগঞ্জ জেলা, দক্ষিণে লক্ষ্মীপুর জেলা ও নোয়াখালী জেলা, পূর্বে কুমিল্লা জেলা, পশ্চিমে মেঘনা নদী, মুন্সীগঞ্জ জেলা, শরীয়তপুর জেলা ও বরিশাল জেলা। পদ্মা ও মেঘনা নদী দুটি চাঁদপুর শহরের কাছে এসে মিলেছে।

চাঁদপুর জেলার কৃষি:-

চাঁদপুর জেলা বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের চট্টগ্রাম বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল। উপজেলার সংখ্যানুসারে চাঁদপুর বাংলাদেশের একটি “এ” শ্রেণিভুক্ত জেলা। পদ্মা, মেঘনা ও ডাকাতিয়া নদীর মিলনস্থলে এ জেলা অবস্থিত। ইলিশ মাছের অন্যতম প্রজনন অঞ্চল হিসেবে চাঁদপুরকে “ইলিশের বাড়ি চাঁদপুর” নামে ডাকা হয়। এছাড়া চাঁদপুর নদী বন্দর হিসাবে সুখ্যাত চাঁদপুরকে এককালে “গেট ওয়ে অব ইস্টার্ন ইন্ডিয়া” বলা হতো।

 

গুগোল নিউজে আমাদের ফলো করুন

২০২২ সালের জনশুমারি অনুযায়ী চাঁদপুর জেলার মোট জনসংখ্যা ২৬,৩৫,৭৪৮ জন। এর মধ্যে পুরুষ ১২,২৮,৭৭৪ জন এবং মহিলা ১৪,০৫,৬৮২ জন। মোট পরিবার ৬,৩৫,৪৫৮টি।

চাঁদপুর জেলায় ধর্মবিশ্বাস-২০২২
  ইসলাম (৯৪.৩৭%)
  হিন্দু ধর্ম (৫.৫৫%)
  অন্যান্য ধর্ম (০.০৮%)

ধর্মবিশ্বাস অনুসারে এ জেলার মোট জনসংখ্যার ৯৪.৩৭% মুসলিম, ৫.৫৫% হিন্দু, ০.০১% বৌদ্ধ এবং ০.০২% খ্রিষ্টান ও ০.০৫% অন্যান্য ধর্মের অনুসারী। এছাড়া কিছু সংখ্যক ত্রিপুরা উপজাতি জনগোষ্ঠীর বসবাস রয়েছে এ জেলায়।

হাইমচর

কচুয়া

শ্রেণীভুক্ত কৃষক
অশ্রেণীভুক্ত ১২২২ জন
ভূমিহীন ০ জন
প্রান্তিক ০ জন
ক্ষুদ্র ০ জন
মাঝারী ০ জন
বড় ০ জন
সাধারণ তথ্য
পৌরসভা ১ টি
ইউনিয়ন ১২ টি
ওয়ার্ড ৩৬ টি
ব্লক ৩৭ টি
মৌজা ১৬৮ টি
গ্রাম ২৪৩ টি
বাৎসরিক মোট বৃষ্টিপাত ০ মি.মি.
google news
গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

 

শাহরাস্তি

চাঁদপুর সদর

মতলব দক্ষিণ

গুগোল নিউজে আমাদের ফলো করুন

হাজীগঞ্জ

শ্রেণীভুক্ত কৃষক
অশ্রেণীভুক্ত ৩৭৫ জন
ভূমিহীন ১১২০ জন
প্রান্তিক ৬৩১ জন
ক্ষুদ্র ১৪৯৩ জন
মাঝারী ৫১ জন
বড় ১ জন
সাধারণ তথ্য
পৌরসভা ১ টি
ইউনিয়ন ১২ টি
ওয়ার্ড ১২০ টি
ব্লক ৩৭ টি
মৌজা ১৩১ টি
গ্রাম ১৫১ টি
বাৎসরিক মোট বৃষ্টিপাত ০ মি.মি.

 

ফরিদগঞ্জ

মতলব উত্তর

আরও পড়ূনঃ

1 thought on “চাঁদপুর জেলার কৃষি”

Leave a Comment