আমাদের আজকের আলোচনার বিষয় চাঁদপুর জেলার শিক্ষা প্রতিষ্ঠান. চাঁদপুর-জেলা বাংলাদেশের ৮টি বিভাগের মধ্যে চট্টগ্রাম বিভাগের অন্তর্গত ।
চাঁদপুর জেলা সর্ম্পকে কিছু তথ্যঃ-
বাংলাদেশের দক্ষিণ-পূর্বাংশে ২৩°০০´ থেকে ২৩°৩০´ উত্তর অক্ষাংশ এবং ৯০°৩২´ থেকে ৯১°০২´ পূর্ব দ্রাঘিমাংশ জুড়ে চাঁদপুর-জেলার অবস্থান। রাজধানী ঢাকা থেকে এ জেলার দূরত্ব প্রায় ৯৬ কিলোমিটার এবং চট্টগ্রাম-বিভাগীয় সদর থেকে প্রায় ২০৮ কিলোমিটার। এ জেলার উত্তরে কুমিল্লা জেলা, মেঘনা নদী ও মুন্সীগঞ্জ জেলা, দক্ষিণে লক্ষ্মীপুর জেলা ও নোয়াখালী জেলা, পূর্বে কুমিল্লা জেলা, পশ্চিমে মেঘনা নদী, মুন্সীগঞ্জ জেলা, শরীয়তপুর জেলা ও বরিশাল জেলা। পদ্মা ও মেঘনা নদী দুটি চাঁদপুর শহরের কাছে এসে মিলেছে।

চাঁদপুর জেলার শিক্ষা প্রতিষ্ঠান:-
বিশ্ববিদ্যালয়
| বিশ্ববিদ্যালয় | ডাকনাম | প্রতিষ্ঠিত | অবস্থান | বিশেষায়িত | ধরন | ওয়েবসাইট |
|---|---|---|---|---|---|---|
| চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় | চাঁবিপ্রবি | ২০২১ | চাঁদপুর সদর, চাঁদপুর | বিজ্ঞান ও প্রযুক্তি | সরকারি | ওয়েবসাইট |
মেডিকেল কলেজ
| ক্রম নং | প্রতিষ্ঠানের নাম | অবস্থান | পর্যায় |
|---|---|---|---|
| ০১ | চাঁদপুর মেডিকেল কলেজ | কবি নজরুল সড়ক, চাঁদপুর সদর | এমবিবিএস |
| ০২ | আদর্শ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল | খলিশাডুলী, চাঁদপুর সদর | ডিএইচএমএস |
| ০৩ | চাঁদপুর ইউনানী তিব্বিয়া মেডিকেল কলেজ ও হাসপাতাল | পুরান বাজার, চাঁদপুর সদর | ডিইউএমএস-বিইউএমএস |
আইন কলেজ
| ক্রম নং | প্রতিষ্ঠানের নাম | অবস্থান | পর্যায় |
|---|---|---|---|
| ০১ | চাঁদপুর ল’ কলেজ | কবি নজরুল সড়ক, চাঁদপুর সদর | এলএলবি-এলএলএম |
কারিগরি কলেজ
| ক্রম নং | প্রতিষ্ঠানের নাম | অবস্থান | পর্যায় |
|---|---|---|---|
| ০১ | চাঁদপুর পলিটেকনিক ইন্সটিটিউট | কচুয়া বাজার, কচুয়া | ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং |
| ০২ | হাজীগঞ্জ পলিটেকনিক ইন্সটিটিউট | মোস্তফা টাওয়ার, স্টেশন রোড, হাজীগঞ্জ | ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং |
| ০৩ | ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজি | গাছতলা ব্রিজ সংলগ্ন, ইসলামপুর, চাঁদপুর সদর | ডিপ্লোমা ইন মেরিন টেকনোলজি |
| ০৪ | মৎস্য ডিপ্লোমা ইন্সটিটিউট | কুমিল্লা-চাঁদপুর মহাসড়ক, তরপুরচণ্ডী, চাঁদপুর সদর | ডিপ্লোমা ইন ফিসারিজ |
| ০৫ | নার্সিং ইনস্টিটিউট | কবি নজরুল সড়ক, চাঁদপুর সদর | ডিপ্লোমা ইন নার্সিং এ্ন্ড মিডওয়াইফারি |
| ০৬ | চাঁদপুর আইডিয়াল নার্সিং কলেজ | বঙ্গবন্ধু সড়ক, চাঁদপুর সদর | ডিপ্লোমা ইন নার্সিং এ্ন্ড মিডওয়াইফারি |
| ০৭ | চাঁদপুর সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ | কুমিল্লা-চাঁদপুর মহাসড়ক, তরপুরচণ্ডী, চাঁদপুর সদর | এসএসসি-এইচএসসি (ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং) |
| ০৮ | হাজীগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ | হাজীগঞ্জ-রামগঞ্জ সড়ক, হাজীগঞ্জ | এসএসসি-এইচএসসি (ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং) |
| ০৯ | বলাখাল জে.এন. উচ্চ বিদ্যালয় এন্ড কারিগরি কলেজ | পূর্ব বলাখাল, হাজীগঞ্জ | এসএসসি-এইচএসসি (ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং) |
| ১০ | সি ই আই পলিটেকনিক ইন্সটিটিউট | জেলা কার্যালয়ের বিপরীতে, চাঁদপুর সদর | ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং |
| ১১ | হাজীগঞ্জ মেডিকেল ইনস্টিটিউট | হাজীগঞ্জ-রামগঞ্জ সড়ক, হাজীগঞ্জ | ডিপ্লোমা ইন নার্সিং, ডিপ্লোমা ইন প্যাথলজি, প্যারামেডিক্যাল |
| ১২ | প্যারামেডিকেল এন্ড নার্সিং ইন্সটিটিউট | টিএন্ড টি ভবনের সামনে, মতলব দক্ষিণ | ডিপ্লোমা ইন নার্সিং, ডিপ্লোমা ইন প্যাথলজি, প্যারামেডিক্যাল |

কলেজ
| ক্রম নং | প্রতিষ্ঠানের নাম | অবস্থান | পর্যায় |
|---|---|---|---|
| ০১ | চাঁদপুর সরকারি কলেজ | কলেজ রোড, নাজিরপাড়া, চাঁদপুর সদর | ১১-মাস্টার্স |
| ০২ | চাঁদপুর সরকারি মহিলা কলেজ | কলেজ রোড, নাজিরপাড়া, চাঁদপুর সদর | ১১-মাস্টার্স |
| ০৩ | হাজীগঞ্জ মডেল সরকারি কলেজ | মুকিমাবাদ, হাজীগঞ্জ | ১১-মাস্টার্স |
| ০৪ | ফরিদগঞ্জ বঙ্গবন্ধু সরকারি কলেজ | ফরিদগঞ্জ | ১১-স্নাতক |
| ০৫ | কচুয়া বঙ্গবন্ধু সরকারি ডিগ্রি কলেজ | কচুয়া | ১১-স্নাতক |
| ০৬ | মতলব সরকারি ডিগ্রি কলেজ | মতলব বাজার, মতলব, মতলব দক্ষিণ | ১১-স্নাতক (সম্মান) |
| ০৭ | ছেংগারচর সরকারি ডিগ্রি কলেজ | ছেংগারচর বাজার, ছেংগারচর, মতলব উত্তর | ১১-স্নাতক (সম্মান) |
| ০৮ | করফুলেন্নেছা সরকারি মহিলা কলেজ | শাহরাস্তি | ১১-স্নাতক |
| ০৯ | হাইমচর সরকারি কলেজ | পশ্চিম চর কৃষ্ণপুর, হাইমচর | ১১-স্নাতক |
| ১০ | পুরান বাজার ডিগ্রি কলেজ | হাজী শরিয়ত উল্লাহ রোড, পুরান বাজার, চাঁদপুর সদর | ১১-স্নাতক (সম্মান) |
| ১১ | হাজীগঞ্জ ডিগ্রি কলেজ | রাঁধুনী মুড়া, হাজীগঞ্জ | ১১-স্নাতক |
| ১২ | রয়মনেন নেছা মহিলা ডিগ্রি কলেজ | চর মুকুন্দি, মতলব, মতলব দক্ষিণ | ১১-স্নাতক |
| ১৩ | শেখ মুজিবুর রহমান ডিগ্রি কলেজ | রহিমানগর, কচুয়া | ১১-স্নাতক |
| ১৪ | মেহের ডিগ্রি কলেজ | মেহের, শাহরাস্তি | ১১-স্নাতক (সম্মান) |
| ১৫ | ফরাক্কাবাদ ডিগ্রি কলেজ | বালিয়া, চাঁদপুর সদর | ১১-স্নাতক (সম্মান) |
| ১৬ | নাসিরকোট শহীদ স্মৃতি ডিগ্রি কলেজ | নাসিরকোট, হাজীগঞ্জ | ১১-স্নাতক |
| ১৭ | নারায়ণপুর ডিগ্রি কলেজ | নারায়ণপুর, মতলব দক্ষিণ | ১১-স্নাতক |
| ১৮ | নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজ | নিশ্চিন্তপুর, মতলব উত্তর | ১১-স্নাতক |
| ১৯ | গৃদকালিন্দিয়া হাজেরা হাসমত ডিগ্রি কলেজ | গৃহ কালিন্দিয়া, ফরিদগঞ্জ | ১১-স্নাতক (সম্মান) |
| ২০ | সাচার ডিগ্রি কলেজ | সাচার, কচুয়া | ১১-স্নাতক |
| ২১ | চিতোষী ডিগ্রি কলেজ | চিতোষী, শাহরাস্তি | ১১-স্নাতক |
| ২২ | বলাখাল মকবুল আহমেদ ডিগ্রি কলেজ | বলাখাল, হাজীগঞ্জ | ১১-স্নাতক |
| ২৩ | সূচীপাড়া ডিগ্রি কলেজ | সূচীপাড়া, শাহরাস্তি | ১১-স্নাতক |
| ২৪ | পালাখাল রুস্তম আলী ডিগ্রি কলেজ | পালাখাল, কচুয়া | ১১-স্নাতক |
| ২৫ | দেশগাঁও ডিগ্রি কলেজ | দেশগাঁও, হাজীগঞ্জ | ১১-স্নাতক |
| ২৬ | সুজাতপুর কলেজ | সুজাতপুর, মতলব উত্তর | ১১-স্নাতক |
| ২৭ | ধড্ডা মোয়াজ্জেম হোসেন চৌধুরী ডিগ্রি কলেজ | ধড্ডা, হাজীগঞ্জ | ১১-স্নাতক |
| ২৮ | গল্লাক আদর্শ কলেজ | ডুমরিয়া, গল্লাক বাজার, ফরিদগঞ্জ | ১১-স্নাতক |
| ২৯ | নাউরী আদর্শ কলেজ | নাউরী, মতলব উত্তর | ১১-স্নাতক |
| ৩০ | হাজীগঞ্জ আইডিয়াল কলেজ অব এডুকেশন | পৌর বাস স্ট্যান্ড সংলগ্ন, হাজীগঞ্জ | ১১-স্নাতক |
| ৩১ | ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজ | স্টেডিয়াম রোড, চাঁদপুর সদর | ১১-১২ |
| ৩২ | মুন্সিরহাট কলেজ | মুন্সিরহাট, মতলব দক্ষিণ | ১১-১২ |
| ৩৩ | মুন্সি আজিম উদ্দিন কলেজ | এনায়েতনগর, মতলব উত্তর | ১১-১২ |
| ৩৪ | কালির বাজার কলেজ | কালির বাজার, ফরিদগঞ্জ | ১১-১২ |
| ৩৫ | নুরুল আজাদ কলেজ | মনপুরা, কচুয়া | ১১-১২ |
| ৩৬ | কাঁকৈরতলা জনতা কলেজ | কাঁকৈরতলা, গন্ধর্ব্যপুর, হাজীগঞ্জ | ১১-১২ |
| ৩৭ | মোয়াজ্জেম হোসেন কলেজ | রায়পুর, হাইমচর | ১১-১২ |
| ৩৮ | চাঁদপুর রেসিডেন্সিয়াল কলেজ | আব্দুল করিম পাটওয়ারী সড়ক, তালতলা, চাঁদপুর | ১১-১২ |
| ৩৯ | ড. মনসুর উদ্দিন মহিলা কলেজ | হাসিমপুর, কচুয়া | ১১-১২ |
| ৪০ | জিলানী চিশতী কলেজ | শাহতলী, শাহ মাহমুদপুর, চাঁদপুর সদর | ১১-১২ |
| ৪১ | চাঁদপুর সিটি কলেজ | ওয়ারল্যাস বাজার, চাঁদপুর সদর | ১১-১২ |
| ৪২ | আলী আহম্মদ মিয়া বহুমুখী কলেজ | মোহনপুর, মতলব উত্তর | ১১-১২ |
| ৪৩ | ড. এম সামছুল হক মডেল কলেজ | মতলব দক্ষিণ | ১১-১২ |
| ৪৪ | শাহাবুদ্দিন স্কুল এন্ড কলেজ | লক্ষ্মীপুর, চাঁদপুর সদর | ৬-১২ |
| ৪৫ | বাবুরহাট স্কুল এন্ড কলেজ | কুমিল্লা-চাঁদপুর সড়ক, মৈশাদী, চাঁদপুর সদর | ৬-১২ |
| ৪৬ | হাজীগঞ্জ মডেল পাইলট উচ্চ বিদ্যালয় ও কলেজ | তোরাগড়, হাজীগঞ্জ | ৬-১২ |
| ৪৭ | চান্দ্রা ইমাম আলী উচ্চ বিদ্যালয় ও কলেজ | মদনের গাঁও, বালিথুবা পশ্চিম, ফরিদগঞ্জ | ৬-১২ |
| ৪৮ | আশেক আলী খান স্কুল এন্ড কলেজ | গুলবাহার, কচুয়া | ৬-১২ |
| ৪৯ | কাচিয়ারা স্কুল এন্ড কলেজ | কাচিয়ারা, নায়েরগাঁও উত্তর, মতলব দক্ষিণ | ৬-১২ |
| ৫০ | কালীপুর স্কুল এন্ড কলেজ | কালীপুর, মতলব উত্তর | ৬-১২ |
| ৫১ | খিলাবাজার স্কুল এন্ড কলেজ | খিলা, শাহরাস্তি | ৬-১২ |
| ৫২ | খেরুদিয়া দেলোয়ার হোসাইন স্কুল এন্ড কলেজ | খেরুদিয়া, বিষ্ণুপুর, চাঁদপুর সদর | ৬-১২ |
| ৫৩ | বলাখাল জে এন উচ্চ বিদ্যালয় ও কারিগরী কলেজ | বলাখাল, হাজীগঞ্জ | ৬-১২ |
| ৫৪ | লাউতলী ডাঃ রশীদ আহমেদ উচ্চ বিদ্যালয় ও কলেজ | লাউতলী, ফরিদগঞ্জ | ৬-১২ |
| ৫৫ | চাঁদপুর এম.এ. খালেক মেমোরিয়াল স্কুল এন্ড কলেজ | সাহেদাপুর, কচুয়া | ৬-১২ |
| ৫৬ | লুধুয়া হাই স্কুল এন্ড কলেজ | লুধুয়া, মতলব উত্তর | ৬-১২ |
| ৫৭ | কামরাঙ্গা স্কুল এন্ড কলেজ | কামরাঙ্গা, রামপুর, চাঁদপুর সদর | ৬-১২ |
| ৫৮ | চির্কা চাঁদপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজ | চির্কা চাঁদপুর, গোবিন্দপুর উত্তর, ফরিদগঞ্জ | ৬-১২ |
| ৫৯ | ড. মহিউদ্দীন খান আলমগীর স্কুল এন্ড কলেজ | নিন্দপুর, কচুয়া | ৬-১২ |
| ৬০ | শরীফ উল্লাহ হাই স্কুল এন্ড কলেজ | সটাকী বাজার, ষাটনল, মতলব উত্তর | ৬-১২ |
| ৬১ | আল আমিন একাডেমী স্কুল এন্ড কলেজ | স্ট্যান্ড রোড, চাঁদপুর সদর | ৬-১২ |
| ৬২ | শোল্লা হাই স্কুল এন্ড কলেজ | শোল্লা বাজার, সুবিদপুর পশ্চিম, ফরিদ্গঞ্জ | ৬-১২ |
| ৬৩ | ধনাগোদা তালতলী হাই স্কুল এন্ড কলেজ | ধনাগোদা বাজার, বাগানবাড়ি, মতলব উত্তর | ৬-১২ |
| ৬৪ | কালেক্টরেট স্কুল এন্ড কলেজ | কবি নজরুল সড়ক, চাঁদপুর সদর | ৬-১২ |
| ৬৫ | দি কার্টার একাডেমি | সুজারতপুর বাজার, ইসলামাবাদ, মতলব উত্তর | ৬-১২ |
| ৬৬ | জীবগাঁও জেনারেল হক স্কুল এন্ড কলেজ | জীবগাঁও, ছেংগারচর, মতলব উত্তর | ৬-১২ |
| ৬৭ | এম.জে.এস. বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ | আমতলী, চরভৈরবী, হাইমচর | ৬-১২ |
| ৬৮ | ফরিদগঞ্জ কে.আর. আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে | ফরিদ্গঞ্জ | ৬-১২ |
| ৬৯ | কেএফটি কলেজিয়েট স্কুল | ঢাকিরগাঁও, মতলব, মতলব দক্ষিণ | ৬-১২ |

মাদ্রাসা
| ক্রম নং | প্রতিষ্ঠানের নাম | অবস্থান | পর্যায় |
|---|---|---|---|
| ০১ | দাসাদী ডি এস আই এস কামিল মাদ্রাসা | দাসাদী, চাঁদপুর সদর | মাস্টার্স সমমান |
| ০২ | নিশ্চিন্তপুর ডি এস ইসলামিয়া কামিল মাদ্রাসা | নিশ্চিন্তপুর, কচুয়া | মাস্টার্স সমমান |
| ০৩ | ফরাজিকান্দি ওয়েসিয়া কামিল মাদ্রাসা | ফরাজিকান্দি, মতলব উত্তর | মাস্টার্স সমমান |
| ০৪ | ফরিদগঞ্জ মজিদিয়া কামিল মাদ্রাসা | ফরিদগঞ্জ | মাস্টার্স সমমান |
| ০৫ | ভোলদীঘি কামিল মাদ্রাসা | ভোলদীঘি, শাহরাস্তি | মাস্টার্স সমমান |
| ০৬ | শাহতলী কামিল (এম,এ) মাদ্রাসা | শাহতলী, শাহ মাহমুদপুর, চাঁদপুর সদর | মাস্টার্স সমমান |
| ০৭ | হাজীগঞ্জ দারুল উলুম আহমদিয়া কামিল মাদ্রাসা | মুকিমাবাদ, হাজীগঞ্জ | মাস্টার্স সমমান |
| ০৮ | আলোনিয়া ফাজিল মাদ্রাসা | আলোনিয়া, ফরিদগঞ্জ | স্নাতক সমমান |
| ০৯ | আশরাফপুর গণিয়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসা | আশরাফপুর, কচুয়া | স্নাতক সমমান |
| ১০ | ইসলামপুর শাহ ইয়াছিন ফাজিল মাদ্রাসা | ইসলামপুর, ফরিদগঞ্জ | স্নাতক সমমান |
| ১১ | ওসমানিয়া ফাজিল মাদ্রাসা | পুরান বাজার, চাঁদপুর | স্নাতক সমমান |
| ১২ | কাউনিয়া হানাফিয়া ফাজিল মাদ্রাসা | কাউনিয়া, রূপসা দক্ষিণ, ফরিদগঞ্জ | স্নাতক সমমান |
| ১৩ | কাদলা এস এস ফাজিল মাদ্রাসা | কাদলা, কচুয়া | স্নাতক সমমান |
| ১৪ | কামতা ডি এস ফাজিল মাদ্রাসা | কামতা, ফরিদগঞ্জ | স্নাতক সমমান |
| ১৫ | কামরাঙ্গা ফাজিল মাদ্রাসা | কামরাঙ্গা, রামপুর, চাঁদপুর সদর | স্নাতক সমমান |
| ১৬ | কালিয়াইশ ইসলামিয়া ফাজিল মাদ্রাসা | কালিয়াইশ, মতলব দক্ষিণ | স্নাতক সমমান |
| ১৭ | খর্গপুর ফাজিল মাদ্রাসা | খর্গপুর, মতলব দক্ষিণ | স্নাতক সমমান |
| ১৮ | গাউছিয়া হাশেমিয়া সেকান্দার আলী সুন্নিয়া ফাজিল মাদ্রাসা | হোসাইনপুর, শাহরাস্তি | স্নাতক সমমান |
| ১৯ | গণ্ডামারা আবু বকর সিদ্দিকী ফাজিল মাদ্রাসা | গণ্ডামারা, হাইমচর | স্নাতক সমমান |
| ২০ | গাজীপুর আহমদিয়া ফাজিল মাদ্রাসা | গাজীপুর, ফরিদগঞ্জ | স্নাতক সমমান |
| ২১ | গাজীপুর (হরিপুর) নেছারিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা | চান্দ্রা, চাঁদপুর সদর | স্নাতক সমমান |
| ২২ | ঘনিয়া ছাঈদিয়া ফাজিল মাদ্রাসা | ঘনিয়া, ফরিদগঞ্জ | স্নাতক সমমান |
| ২৩ | ঘিলাতলী সামাদিয়া কাসেমুল উলুম ফাজিল মাদ্রাসা | ঘিলাতলী, মতলব দক্ষিণ | স্নাতক সমমান |
| ২৪ | চান্দ্রা ছামাদিয়া ফাজিল মাদ্রাসা | মদনেরগাঁও, ফরিদগঞ্জ | স্নাতক সমমান |
| ২৫ | চান্দ্রা বাজার নূরিয়া ফাজিল মাদ্রাসা | চান্দ্রা, চাঁদপুর সদর | স্নাতক সমমান |
| ২৬ | চাপাতলী লতিফিয়া ফাজিল মাদ্রাসা | চাপাতলী, কচুয়া | স্নাতক সমমান |
| ২৭ | চাঁদপুর আহমদিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা | চাঁদপুর | স্নাতক সমমান |
| ২৮ | চিতোষী সুলতানিয়া ফাজিল মাদ্রাসা | রয়েরবাগ, শাহরাস্তি | স্নাতক সমমান |
| ২৯ | ধানুয়া ছালেহিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসা | ধানুয়া, ফরিদগঞ্জ | স্নাতক সমমান |
| ৩০ | নওগাঁও রাশেদিয়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসা | নওগাঁও, মতলব দক্ষিণ | স্নাতক সমমান |
| ৩১ | নওহাটা ফাজিল মাদ্রাসা | নওহাটা, হাজীগঞ্জ | স্নাতক সমমান |
| ৩২ | নন্দীখোলা সিনিয়র ফাজিল মাদ্রাসা | নন্দীখোলা, মতলব দক্ষিণ | স্নাতক সমমান |
| ৩৩ | নুনিয়া ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসা | নুনিয়া, শাহরাস্তি | স্নাতক সমমান |
| ৩৪ | নেছারাবাদ ছালেহিয়া ফাজিল মাদ্রাসা | কালচোঁ, হাজীগঞ্জ | স্নাতক সমমান |
| ৩৫ | নেদায়ে ইসলাম মহিলা ফাজিল মাদ্রাসা | ফরাজিকান্দি, মতলব উত্তর | স্নাতক সমমান |
| ৩৬ | পরাণপুর ফাজিল মাদ্রাসা | পরাণপুর, শাহরাস্তি | স্নাতক সমমান |
| ৩৭ | বদরপুর আদামিয়া ফাজিল মাদ্রাসা | বদরপুর, মতলব উত্তর | স্নাতক সমমান |
| ৩৮ | বাকিলা ফাজিল মাদ্রাসা | বাকিলা, হাজীগঞ্জ | স্নাতক সমমান |
| ৩৯ | বাগাদী আহমদিয়া ফাজিল মাদ্রাসা | বাগাদী, চাঁদপুর সদর | স্নাতক সমমান |
| ৪০ | বেলচোঁ করিমাবাদ ফাজিল মাদ্রাসা | কাজিরখিল, হাজীগঞ্জ | স্নাতক সমমান |
| ৪১ | মতলব দারুল উলুম ইসলামিয়া ফাজিল মাদ্রাসা | মতলব | স্নাতক সমমান |
| ৪২ | মনপুরা ইসলামিয়া ফাজিল মাদ্রাসা | মনপুরা, কচুয়া | স্নাতক সমমান |
| ৪৩ | মনোহরপুর ফাজিল মাদ্রাসা | মনোহরপুর, কচুয়া | স্নাতক সমমান |
| ৪৪ | মাছিমপুর ফাজিল মাদ্রাসা | মাছিমপুর, বালিথুবা পশ্চিম, ফরিদগঞ্জ | স্নাতক সমমান |
| ৪৫ | মানুরী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসা | মানুরী, ফরিদগঞ্জ | স্নাতক সমমান |
| ৪৬ | মেঘদাইর তাহেরিয়া ফাজিল মাদ্রাসা | মেঘদাইর, কচুয়া | স্নাতক সমমান |
| ৪৭ | রাজাপুরা আল-আমিন ফাজিল মাদ্রাসা | রাজাপুরা, শাহরাস্তি | স্নাতক সমমান |
| ৪৮ | রাজারগাঁও ফাজিল মাদ্রাসা | রাজারগাঁও, হাজীগঞ্জ | স্নাতক সমমান |
| ৪৯ | রামচন্দ্রপুর কাশেমিয়া সিদ্দিকিয়া ফাজিল মাদরাসা | বড়কুল পশ্চিম, হাজীগঞ্জ | স্নাতক সমমান |
| ৫০ | রামপুর বাজার দারুচ্ছুন্নাত ফাজিল মাদ্রাসা | পশ্চিম লাড়ুয়া, ফরিদগঞ্জ | স্নাতক সমমান |
| ৫১ | লতিফগঞ্জ ইসলামিয়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসা | লাউতলী, ফরিদগঞ্জ | স্নাতক সমমান |
| ৫২ | লবাইরকান্দি আল-আমিন ফাজিল মাদ্রাসা | লবাইরকান্দি, মতলব উত্তর | স্নাতক সমমান |
| ৫৩ | সাদরা হামীদিয়া ফাজিল মাদ্রাসা | সাদরা দরবার শরীফ, হাজীগঞ্জ | স্নাতক সমমান |
| ৫৪ | সালেহাবাদ এম এন ফাজিল মাদ্রাসা | সাতবাড়িয়া, হাজীগঞ্জ | স্নাতক সমমান |
| ৫৫ | সাড়ে পাঁচানী হোসাইনিয়া ফাজিল মাদ্রাসা | সাড়ে পাঁচানী, মতলব উত্তর | স্নাতক সমমান |
| ৫৬ | সুহিলপুর এ বি এস ফাজিল মাদ্রাসা | সুহিলপুর, হাজীগঞ্জ | স্নাতক সমমান |
| ৫৭ | হাঁসা আল আমিন ফাজিল মাদ্রাসা | হাঁসা, ফরিদগঞ্জ | স্নাতক সমমান |
| ৫৮ | আইনগিরী গুলজারশাহ ইসলামিয়া আলিম মাদ্রাসা | আইনগিরী, কচুয়া | উচ্চ মাধ্যমিক সমমান |
| ৫৯ | আলগী বাজার আলিম মাদ্রাসা | পূর্ব চর কৃষ্ণপুর, হাইমচর | উচ্চ মাধ্যমিক সমমান |
| ৬০ | আলিনূর হোসাইনিয়া সিনিয়র আলিম মাদ্রাসা | সাহেবগঞ্জ, ফরিদগঞ্জ | উচ্চ মাধ্যমিক সমমান |
| ৬১ | আহমদনগর আবদুল আজিজ আলিম মাদ্রাসা | আহমদনগর, শাহরাস্তি | উচ্চ মাধ্যমিক সমমান |
| ৬২ | করইতলী কে এ আলিম মাদ্রাসা | পাইকপাড়া দক্ষিণ, ফরিদগঞ্জ | উচ্চ মাধ্যমিক সমমান |
| ৬৩ | কাকৈরতলা ইসলামিয়া আলিম মাদ্রাসা | কাকৈরতলা, হাজীগঞ্জ | উচ্চ মাধ্যমিক সমমান |
| ৬৪ | কাচিয়ারা জামালিয়া আলিম মাদ্রাসা | নায়েরগাঁও উত্তর, মতলব দক্ষিণ | উচ্চ মাধ্যমিক সমমান |
| ৬৫ | কাছিয়াড়া মহিলা আলিম মাদ্রাসা | কাছিয়াড়া, ফরিদগঞ্জ | উচ্চ মাধ্যমিক সমমান |
| ৬৬ | কাটাখালী হামিদিয়া আলিম মাদ্রাসা | পশ্চিম চর কৃষ্ণপুর, হাইমচর | উচ্চ মাধ্যমিক সমমান |
| ৬৭ | কাপাইকাপ ইসলামিয়া আলিম মাদ্রাসা | কাপাইকাপ, হাজীগঞ্জ | উচ্চ মাধ্যমিক সমমান |
| ৬৮ | গোবিন্দপুর ছালেহিয়া আলিম মাদ্রাসা | গোবিন্দপুর, ফরিদগঞ্জ | উচ্চ মাধ্যমিক সমমান |
| ৬৯ | চৌমুহনী দারুচ্ছুন্নাত আলিম মাদ্রাসা | মুরাদপুর, কচুয়া | উচ্চ মাধ্যমিক সমমান |
| ৭০ | ছোট সুন্দর আল-আমিন আলিম মাদ্রাসা | ছোট সুন্দর, চাঁদপুর সদর | উচ্চ মাধ্যমিক সমমান |
| ৭১ | পশ্চিম পোয়া আজিজিয়া ইসলামিয়া সিনিয়র আলিম মাদ্রাসা | পশ্চিম পোয়া, ফরিদগঞ্জ | উচ্চ মাধ্যমিক সমমান |
| ৭২ | পশ্চিম সকদী মাদানিয়া আলিম মাদ্রাসা | বাগাদী, চাঁদপুর সদর | উচ্চ মাধ্যমিক সমমান |
| ৭৩ | পালাখাল সালেহিয়া আলিম মাদ্রাসা | পালাখাল, কচুয়া | উচ্চ মাধ্যমিক সমমান |
| ৭৪ | পুরান রামপুর আব্দুর রব আলিম মাদ্রাসা | গোবিন্দপুর উত্তর, ফরিদগঞ্জ | উচ্চ মাধ্যমিক সমমান |
| ৭৫ | ফরাক্কাবাদ ইসলামিয়া সিনিয়র আলিম মাদ্রাসা | বালিয়া, চাঁদপুর সদর | উচ্চ মাধ্যমিক সমমান |
| ৭৬ | বদরপুর আলিম মাদ্রাসা | গৃদকালিন্দিয়া, ফরিদগঞ্জ | উচ্চ মাধ্যমিক সমমান |
| ৭৭ | বলাখাল নূর-ই-মদিনা আলিম মাদ্রাসা | বলাখাল, হাজীগঞ্জ | উচ্চ মাধ্যমিক সমমান |
| ৭৮ | বিতারা ইসলামিয়া আলিম মাদ্রাসা | বিতারা, কচুয়া | উচ্চ মাধ্যমিক সমমান |
| ৭৯ | বিষ্ণুদী ইসলামিয়া আলিম মাদ্রাসা | বিষ্ণুদী, চাঁদপুর | উচ্চ মাধ্যমিক সমমান |
| ৮০ | মাদরাসাতুল ইশায়াতিল উলুম (আলিম) | ইসলামপুর গাছতলা, চাঁদপুর সদর | উচ্চ মাধ্যমিক সমমান |
| ৮১ | মান্দারী আলিম মাদ্রাসা | মান্দারী, মহামায়া, চাঁদপুর সদর | উচ্চ মাধ্যমিক সমমান |
| ৮২ | মুন্সিরহাট ইদ্রিসিয়া হাবিবিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসা | সুবিদপুর পশ্চিম, ফরিদগঞ্জ | উচ্চ মাধ্যমিক সমমান |
| ৮৩ | রাগদৈল ইসলামিয়া আলিম মাদ্রাসা | রাগদৈল, কচুয়া | উচ্চ মাধ্যমিক সমমান |
| ৮৪ | রাগৈ ইসলামিয়া আলিম মাদ্রাসা | রাগৈ, শাহরাস্তি | উচ্চ মাধ্যমিক সমমান |
| ৮৫ | রামদাসের বাগ আলিম মাদ্রাসা | পাইকপাড়া দক্ষিণ, ফরিদগঞ্জ | উচ্চ মাধ্যমিক সমমান |
| ৮৬ | রামপুর আদর্শ আলিম মাদ্রাসা | রামপুর, চাঁদপুর সদর | উচ্চ মাধ্যমিক সমমান |
| ৮৭ | রূপসা আহমদিয়া আলিম মাদ্রাসা | রূপসা উত্তর, ফরিদগঞ্জ | উচ্চ মাধ্যমিক সমমান |
| ৮৮ | লক্ষ্মীপুর কাসেমিয়া আলিম মাদ্রাসা | লক্ষ্মীপুর, ফরিদগঞ্জ | উচ্চ মাধ্যমিক সমমান |
| ৮৯ | শাহরাস্তি চিশতিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসা | নিজমোহর, শাহরাস্তি | উচ্চ মাধ্যমিক সমমান |
| ৯০ | শেখ ফজিলাতুন্নেছা মহিলা আলিম মাদ্রাসা | শাহরাস্তি | উচ্চ মাধ্যমিক সমমান |
| ৯১ | শ্রীরামপুর মোহাম্মদিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসা | শ্রীরামপুর, কচুয়া | উচ্চ মাধ্যমিক সমমান |
| ৯২ | সন্তোষপুর দারুচ্ছুন্নাত ইসলামিয়া আলিম মাদ্রাসা | সন্তোষপুর, ফরিদগঞ্জ | উচ্চ মাধ্যমিক সমমান |
| ৯৩ | হর্ণি দুর্গাপুর ইসলামিয়া আলিম মাদ্রাসা | হর্ণি, কালির বাজার, ফরিদগঞ্জ | উচ্চ মাধ্যমিক সমমান |
| ৯৪ | হাসিমপুর আহমদিয়া ছিদ্দিকিয়া আলিম মাদ্রাসা | হাসিমপুর, মতলব উত্তর | উচ্চ মাধ্যমিক সমমান |
| ৯৫ | হোসাইনপুর আলিম মাদ্রাসা | হোসাইনপুর, আশিকাটি, চাঁদপুর সদর | উচ্চ মাধ্যমিক সমমান |
আরও পড়ুূনঃ