লঞ্চ চলাচল বন্ধ চাঁদপুর থেকে সব রুটে

লঞ্চ চলাচল-বন্ধ চাঁদপুর থেকে সব রুটে,বঙ্গোপসাগরের সৃষ্ট ঘূর্ণিঝড়-মোখা ক্রমশ উপকূলের দিকে এগিয়ে আসতে থাকায় এর প্রভাবে নৌপথের দুর্ঘটনা এড়াতে চাঁদপুর লঞ্চ টার্মিনাল থেকে সব রুটে লঞ্চ চলাচল-বন্ধ করেছে বিআইডব্লিইটিএ।

 

লঞ্চ চলাচল বন্ধ চাঁদপুর থেকে সব রুটে

 

লঞ্চ চলাচল বন্ধ চাঁদপুর থেকে সব রুটে

শুক্রবার রাতে চাঁদপুর নদীবন্দর কর্মকর্তা মো. শাহাদাত হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ৮ নম্বর মহাবিপদ সংকেতের কারণে বন্দর প্রচণ্ড বা সর্বোচ্চ মাত্রার ঘূর্ণিঝড়ের কবলে পড়তে পারে। ঝড়ে বাতাসের সর্বোচ্চ একটানা গতিবেগ ঘণ্টায় ৮৯ কিলোমিটার বা এর বেশি হতে পারে। প্রচণ্ড ঝড়টি এ নদী বন্দরকে বামদিকে রেখে উপকূল অতিক্রম করবে।

google news
গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

চাঁদপুর নদীবন্দরের এ কর্মকর্তা বলেন, নদী পথের যাত্রীদের অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে বিআইডব্লিউটিএর পরিচালকের নির্দেশে রাত ১০টা ১৫ মিনিট থেকে পরবর্তী নির্দেশ দেওয়ার আগ পর্যন্ত সব রুটের সব ধরনের লঞ্চ ও সি-ট্রাক চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। পরবর্তী নির্দেশ পেলে লঞ্চ চলাচল স্বাভাবিক হবে।

 

লঞ্চ চলাচল বন্ধ চাঁদপুর থেকে সব রুটে

 

আরও পড়ুন:

1 thought on “লঞ্চ চলাচল বন্ধ চাঁদপুর থেকে সব রুটে”

Leave a Comment