আমাদের আজকের আলোচনার বিষয় চাঁদপুর জেলা পরিষদের পূর্বতন চেয়ারম্যানবৃন্দ. চাঁদপুর-জেলা বাংলাদেশের ৮টি বিভাগের মধ্যে চট্টগ্রাম বিভাগের অন্তর্গত ।

চাঁদপুর জেলা সর্ম্পকে কিছু তথ্যঃ-
বাংলাদেশের দক্ষিণ-পূর্বাংশে ২৩°০০´ থেকে ২৩°৩০´ উত্তর অক্ষাংশ এবং ৯০°৩২´ থেকে ৯১°০২´ পূর্ব দ্রাঘিমাংশ জুড়ে চাঁদপুর-জেলার অবস্থান। রাজধানী ঢাকা থেকে এ জেলার দূরত্ব প্রায় ৯৬ কিলোমিটার এবং চট্টগ্রাম বিভাগীয় সদর থেকে প্রায় ২০৮ কিলোমিটার। এ জেলার উত্তরে কুমিল্লা জেলা, মেঘনা নদী ও মুন্সীগঞ্জ জেলা, দক্ষিণে লক্ষ্মীপুর জেলা ও নোয়াখালী জেলা, পূর্বে কুমিল্লা জেলা, পশ্চিমে মেঘনা নদী, মুন্সীগঞ্জ জেলা, শরীয়তপুর জেলা ও বরিশাল জেলা। পদ্মা ও মেঘনা নদী দুটি চাঁদপুর শহরের কাছে এসে মিলেছে।

চাঁদপুর জেলা পরিষদের পূর্বতন চেয়ারম্যানবৃন্দ:-
|
চেয়ারম্যানের নাম |
দায়িত্বকাল |
মোবাইল নং |
| আঃ খলিল পাটওয়ারী |
০৮/০৩/১৯৭২ |
|
| আঃ রহিম পাটওয়ারী |
১৯৮৩ – ১৯৮৮ ইং |
|
| আঃ রশিদ চৌধুরি |
১৯৮৮ – ১৯৯৩ ইং |
|
| আঃ গনি পাটওয়ারী |
১৯৯৩ – ১৯৯৮ ইং |
|
| মোঃ ছানা উল্লাহ |
-২০.০২.৮৪ |
|
| আঃ বাসেত চৌধুরী |
২০.০২.৮৪-০১.০৬.৮৮ |
|
| তাজুল ইসলাম পাটওয়ারী |
০১.০৬.৮৮-১৫.০৪.৯২ |
|
| আবু বকর ছিদ্দিক |
১৫.০৪.৯২-০৫.০২.৯৮ |
|
| আবুল খায়ের মিয়া |
০৫.০২.৯৮-০৫.০৩.০৩ |
|
| খান জাহান আলী |
০৫.০৩.০৩-১৩.০৭.২০১১ |
|
| মোঃ ইউসুফ খান |
১৩.০৭.২০১১- |

আরও পড়ূনঃ
2 thoughts on “চাঁদপুর জেলা পরিষদের পূর্বতন চেয়ারম্যানবৃন্দ”