বজ্রপাতে শ্রমিকের মৃত্যু চাঁদপুরে,চাঁদপুরে বজ্রপাতে তরমুজবোঝাই-ট্রলারে থাকা এক শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় শহরের বড়স্টেশন মোলহেড এলাকার মেঘনা নদীতে এ ঘটনা ঘটে।

বজ্রপাতে শ্রমিকের মৃত্যু চাঁদপুরে
নিহত নুরুল ইসলাম শেখ (৪৫) মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার মান্দা গ্রামের মৃত খলিল শেখের ছেলে।
মঙ্গলবার দুপুরে নুরুল ইসলাম মুন্সিগঞ্জ থেকে একটি তরমুজবোঝাই-ট্রলারে অন্য শ্রমিকদের সঙ্গে চাঁদপুরের উদ্দেশ্যে রওয়ানা দেন। ট্রলারটি চাঁদপুর বড়স্টেশন মোলহেড-এলাকায় আসলে বৃষ্টির সঙ্গে হঠাৎ বজ্রপাত শুরু হয়।
এসময় বজ্রপাতের কবলে পড়ে নুরুল ইসলাম ট্রলারে লুটিয়ে পড়েন। সঙ্গে থাকা অন্য শ্রমিকরা তাকে চাঁদপুর জেনারেল হাসপাতালে আনলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হাসপাতালে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. ওমর ফারুক বলেন, নুরুল ইসলামকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।
চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রশিদও বজ্রপাতে ওই ব্যক্তির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন:
1 thought on “বজ্রপাতে শ্রমিকের মৃত্যু চাঁদপুরে”