ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা বিএনপি নেতার বিরুদ্ধে

ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা বিএনপি নেতার বিরুদ্ধে,প্রধানমন্ত্রী শেখ-হাসিনাকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কটূক্তির অভিযোগে চাঁদপুরের উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম শফিকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা-আইনে মামলা করা হয়েছে।

 

বিএনপি নেতার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা

 

ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা বিএনপি নেতার বিরুদ্ধে

মঙ্গলবার সকালে মামলাটি করেন উপজেলা যুবলীগকর্মী খাদেমুল ইসলাম। সোমবার (৩ এপ্রিল) বিকেলে উপজেলার আলগীবাজার এলাকা থেকে তাকে আটক করে পুলিশ।

হাইমচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ উদ্দিন বলেন, শফিক তার নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে প্রধানমন্ত্রী শেখ-হাসিনাকে নিয়ে কটূক্তি করায় তাকে আটক করে পুলিশ। মঙ্গলবার সকালে তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা-আইনে মামলা করেন খাদিমুল ইসলাম। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে শফিককে কারাগারে পাঠানো হয়েছে।

google news
গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

উপজেলা আওয়ামী লীগ সভাপতি হুমায়ুন কবির প্রধানীয়া বলেন, বিএনপি নেতা মাজহারুল ইসলাম শফিক দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালিয়ে আসছেন। বিষয়টি নিয়ে দলীয়ভাবে আমরা ব্যথিত। তাকে আইনের আওতায় নেওয়ায় হাইমচর থানা পুলিশকে ধন্যবাদ। তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’

এ বিষয়ে হাইমচর উপজেলা বিএনপির সভাপতি আমিন উল্লাহ বেপারী বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে যে কেউ সরকারের আলোচনা-সমালোচনা করতে পারেন। কিন্তু এ কারণে কোনো সম্মানিত ব্যক্তি বা নেতাকে আটক করা কতটুকু সমীচীন, প্রশ্ন রাখেন তিনি।

 

বিএনপি নেতার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা

 

আরও পড়ুন:

1 thought on “ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা বিএনপি নেতার বিরুদ্ধে”

Leave a Comment