ভূমি অফিসের লিফলেট বিতরণ ভূমি সেবা সপ্তাহে সুবিদপুর পশ্চিম ইউনিয়ন,ভূমি সেবা সপ্তাহ ২০২৩ উপলক্ষে চাঁদপুরের ফরিদগঞ্জ-উপজেলার সুবিদপুর পশ্চিম-ইউনিয়ন ভূমি অফিসের উদ্যোগে অনলাইন খাজনা দাখিলা প্রধান ও লিফলেট বিতরণ করা হয়েছে।

ভূমি অফিসের লিফলেট বিতরণ ভূমি সেবা সপ্তাহে সুবিদপুর পশ্চিম ইউনিয়ন
সোমবার দুপুরে সুবিদপুর পশ্চিম-ইউনিয়ন ভূমি অফিস সংলগ্ন গল্লাক বাজার এলাকায় ভূমি সেবা সহজ করণে ডিজিটাল-ভূমি সেবা সমূহ সম্বলিত লিফলেট বিতরণের আয়োজন করা হয়।
ভূমি সেবা সপ্তাহ ২০২৩ উপলক্ষে এদিন সকাল থেকে সুবিদপুর পশ্চিম-ইউনিয়ন ভূমি অফিসে অনলাইনে খাজনা দাখিলা প্রধান, ডিজিটাল নামজারি আবেদন ও সেবা গ্রহণকারী সাধারণ মানুষকে ভূমি সেবা সম্পর্কে সচেতন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, সুবিদপুর পশ্চিম-ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা বাহাদুর শাহ, ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা আনোয়ারুল আজিম।
এছাড়াও ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারী ও সেবা গ্রহণকারী বিভিন্ন সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

সুবিদপুর পশ্চিম-ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা বলেন, ভূমি সেবা সহজ করতে ডিজিটাল-ভূমি সেবা জনসাধারণের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার যে উদ্যোগ নিয়েছে, তা বাস্তবায়নে আমরা কাজ করে যাচ্ছি। ডিজিটাল ফেস্টুন ও লিফলেট বিতরণের মাধ্যমে ভূমি সেবা সমূহ সম্পর্কে জনসাধারণকে জানানো হচ্ছে। ভূমি সেবার উন্নয়নের সরকারের নির্দেশনা অনুযায়ী আমরা কাজ করে যাচ্ছি।
আরও পড়ুন:

1 thought on “ভূমি অফিসের লিফলেট বিতরণ ভূমি সেবা সপ্তাহে সুবিদপুর পশ্চিম ইউনিয়ন”