চাঁঁদপুরের মেঘনা পাড়ের মাটি ‘কাটায় ৪ জনকে দুই লাখ টাকা জরিমানা, চাঁদপুর সদর উপজেলার ইব্রাহীমপুর ইউনিয়নে মেঘনা নদীর পশ্চিম পাড়ের মাটি কেটে নিয়ে যাওয়ার সময় হাতে নাতে আটক ৪ ব্যক্তিকে ৫০ হাজার টাকা করে দুই লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

চাঁঁদপুরের মেঘনা পাড়ের মাটি কাটায় ৪ জনকে দুই লাখ টাকা জরিমানা
শনিবার রাত দশটায় চাঁদপুর নৌ থানায় আটক ব্যক্তিদের জরিমানা করেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. হেদায়েত উল্যাহ।আটক ব্যক্তিরা হলেন-শরীয়তপুর জেলার সখিপুর থানার চরভাগা এলাকার মো. জামাল সরদার (৩০), বড়গুনা জেলার বেতাগী থানার হোসনাবাদ এলাকার ওয়ারেছ আলী শিকদার (৫৭), সিলেট জেলার কোম্পানীগঞ্জ থানার লাচ্চু খাল এলাকার ইয়াছিন (২৪) ও মুন্সীগঞ্জ জেলার টঙ্গীবাড়ী থানার আসাইল এলাকার রুবল শেখ (৩০)।

সহকারী কমিশনার (ভূমি) মো. হেদায়েত উল্যাহ আজ সকালে বাসসকে বলেন, নদীর পাড়ের মাটি কাটা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে সন্ধ্যা থেকে রাত সাড়ে নয়টা পর্যন্ত অভিযান পরিচালনা করা হয়। ঘটনাস্থল ইব্রাহীমপুর ইউনিয়নের আলুপাড়া নামক স্থানে নদী তীরে মাটি কাটা অবস্থায় ৪ ব্যক্তিকে আটক করা হয়। পরে তাদেরকে ভ্রাম্যমাণ আদালতে ৫০হাজার টাকা করে দুই লাখ টাকা’ জরিমানা করা হয়। অভিযানে চাঁদপুর নৌ থানা পুলিশ কর্মকর্তা ও সদস্যরা সহযোগিতা করেন।

চাঁদপুর নৌ থানার উপ-পরিদর্শক (এসআই) বেলাল বলেন, থানার উপ-পরিদর্শক (এসআই) মজিবুর রহমানসহ পুলিশ সদস্যরা স্পীডবোট নিয়ে প্রশাসনের সাথে অভিযানে সহযোগিতা করেন। আটক ব্যক্তিদের জরিমানা শেষে সতর্ক করে ছেড়ে দেয়া হয়।
আরও দেখুন:
1 thought on “চাঁঁদপুরের মেঘনা পাড়ের মাটি কাটায় ৪ জনকে দুই লাখ টাকা জরিমানা”