চাঁদপুরে পানিতে ডুবে জমজ ভাই বোনের মৃত্যু,জেলার কচুয়-উপজেলায় গতকাল পানিতে-ডুবে জমজ দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে ওই উপজেলার বজুরীখোলা গ্রামের কাজী বাড়ি সংলগ্ন পুকুরে এ দুর্ঘটনা ঘটে।

চাঁদপুরে পানিতে ডুবে জমজ ভাই বোনের মৃত্যু
মৃতরা হচ্ছে ,কাজী সুজাইদ রহমান (৫) ও কাজী তোহেরা আক্তার (৫)। তারা উভয়ে একই গ্রামের প্রবাসী কাজী সালাউদ্দিনের জমজ সন্তান। এরা পাশ্ববর্তী বড়ইয়া-কৃষ্ণপুর রেনেঁসা আইডিয়াল একাডেমিতে নার্সারীতে অধ্যয়নরত ছিল।
স্থানীয় ইউপি সদস্য বলেন, জমজ শিশু দু’টি সোমবার স্কুল থেকে বাড়ি ফেরার পর প্রথমে বাড়ি সংলগ্ন পূর্ব পাশে ঘুরতে গিয়ে আকস্মিকভাবে কাজী সুজাইদ রহমান পুকুরে পড়ে যায় ।এ সময় তার বোন কাজী তোহেরা আক্তার তাকে উদ্ধার করতে গিয়ে সেও পুকুরের পানিতে-ডুবে মারা যায়।

পরেখোঁজাখুজির এক পর্যায়ে তাদের লাশ ভাসমান অবস্থায় দেখতে পায় স্থানীয়রা। জমজ দুই ভাই-বোনের মৃত্যুতে পরিবারের মাঝে শোকের ছায়া নেমে আসে।কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইব্রাহিম মিয়া জানান, ঘটনার কথা স্থানীয় জনপ্রতিনিধির মাধ্যমে জেনেছি, এ বিষয়ে থানায় অপমৃত্যুর ডায়রি করা হয়েছে।

আরও পড়ুন:
1 thought on “চাঁদপুরে পানিতে ডুবে জমজ ভাই বোনের মৃত্যু”